Prime Life Securities
Prime Life Securities
HOME OUR OFFERINGS NEWS EVENT CONTACT US

NEWS & EVENTS DETAILS

—— ⁕ ——
Back Privious

চট্টগ্রামে প্রাইম ইসলামী সিকিউরিটিজের ডিজিটাল বুথ চালু


PILSBD

Published: November 28, 2021 04:45 PM

পুঁজিবাজারের বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের জন্য সহজ সেবা নিশ্চিতে দেশ এবং বিদেশে ডিজিটাল বুথ স্থাপনের নীতিমালা তৈরি করে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকাতয় প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড (পিআইএসএল) চট্টগ্রামে তাদের প্রথম ডিজিটাল বুথ চালু করেছে। রোববার (২৮ নভেম্বর) চট্টগ্রামে আজমল আর্কেড, শেখ মুজিব রোড, পাঠানটুলি-এলাকায় এই উদ্বোধন করা হয়। এসময় বিনিয়োগকারীদের সচেতনতা করতে কর্মসূচিরও আয়োজন করা হয়। এসময় প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড সিইও এম নুরুল আলম, এফসিএস- দর্শকদের সাথে কথা বলছেন। জানা যায়, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড (পিআইএসএল) হল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টিআরইসি (TREC) সদস্য এবং একটি দ্রুত সম্প্রসারিত স্টক ব্রোকারেজ হাউস। যারা প্রতিটি শেয়ার লেনদেন নৈতিকভাবে এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ